‘হাইওয়ে পুলিশ ছাড়া অন্য কেউ চাঁদাবাজি করতে পারবে না!’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৯, ২০২২, ০৫:৩৩ এএম

‘হাইওয়ে পুলিশ ছাড়া অন্য কেউ চাঁদাবাজি করতে পারবে না!’

দায়িত্বগ্রহণের আগেই নতুন ওসি সংবাদ সম্মেলনের আয়োজন করলেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যও পাঠ করেন। লিখিত বক্তব্যের শেষ লাইন দুইটিতে লেখা ছিল, ‘হাইওয়ে থানা পুলিশ ব্যতীত অন্য কোনও সংগঠন বা ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায়-দায়িত্ব হাইওয়ে পুলিশ নেবে না।’

তার এই বক্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এই ব্যক্তি হলেন ওসি আসাদুজ্জামান।

অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগে এর আগেই বুধবার রাতে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়। তার স্থলাভিষিক্ত হন এস এম আসাদুজ্জামান। দায়িত্বগ্রহণের আগেই নতুন ওসি আসাদুজ্জামান বৃহস্পতিবার সকালে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।



বিষয়টি নিয়ে এরই মধ্যে সংবাদকর্মী ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও নানা ধরনের সমালোচনা, রঙ্গ-ব্যঙ্গ করে পোস্ট করেছেন।

নবাগত ওসি এ এস এম আসাদুজ্জামান লিখিত বক্তব্যে বলেন, “ইতোপূর্বে এই থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থেকে যারা বিভিন্ন পরিবহন, বিভিন্ন টোকেন, কিংবা মান্থলি (মাসোহারা) বাণিজ্যের সঙ্গে জড়িত ছিলেন বা যাদের নামে উৎকোচ আদায় হতো, আজ থেকে সেগুলো বন্ধ বলে ঘোষণা করছি। যদি অত্র থানার কোনও পুলিশ সদস্য এসবের সঙ্গে জড়িত থাকে তার দায় তাকেই বহন করতে হবে। মহাসড়কে কোনও রকম চাঁদাবাজি চলবে না মর্মে অঙ্গীকার করছি। তবে বেপরোয়া গতি, ফিটনেস বিহীন যানবাহন, ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানো এবং মোটরসাইকেলে হেলমেট ব্যতীত তিন জন আরোহী, অবৈধ থ্রি-হুইলার এসবের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। হাইওয়ে পুলিশ ব্যতীত অন্য কোনও সংগঠন বা কোনও ব্যক্তি মহাসড়কে চাঁদাবাজি করলে তার দায় হাইওয়ে পুলিশ গ্রহণ করবে না।”

অভিযোগ উঠেছে, ইতিপূর্বে যারা হাইওয়ে থানা পুলিশের সঙ্গে থেকে থ্রি-হুইলার-সহ সড়কের বিভিন্ন স্পটে চাঁদাবাজির সঙ্গে জড়িত তাদের সঙ্গে নিয়েই নবাগত ওসি সংবাদ সম্মেলন করেছেন।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ সুপার মো. হামিদুল আলম বলেন, “আগের ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে এ এস এম আসাদুজ্জামানকে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি এখনও দায়িত্বভার বুঝে নেননি। কী কারণে নবাগত ওসি সংবাদ সম্মেলন করলেন তা বিস্তারিত জেনে জানানো হবে।”

উল্লেখ্য, দেশের অন্যতম মেগা প্রকল্প পদ্মা সেতুর পাশাপাশি রাজধানী থেকে মাওয়া হয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন বাকি থাকলেও ইতোমধ্যে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এক্সপ্রেসওয়েটি।

তবে অত্যাধুনিক এই মহাসড়কে চাঁদাবাজি ও থ্রি হুইলার যান চলাচলা নিয়ে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলে ও বিভিন্ন সংবাদমাধ্যমে সেই সংবাদ ছড়িয়ে পড়লে অনিয়মের অভিযোগে প্রত্যাহার করা হয় ভাঙ্গা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলমকে।

Link copied!