জানুয়ারি ২৬, ২০২৩, ০৫:৫৪ পিএম
‘সমাজ পরিবর্তনের নেতৃত্বে নারী–এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র-টিএসসিতে শিল্পকর্ম প্রদর্শনী করছে বাংলাদেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক দাতব্য সংস্থা ব্র্যাক।
আশা জাগানো মানুষদের অদম্য মানসিকতাকে শ্রদ্ধা জানাতে এই আয়োজন করেছে বলে জানিয়েছে সংস্থাটি। প্রদর্শিত শিল্পকর্মে ব্র্যাকের ভিশন, মিশন এবং দ্রুততার সাথে মানসম্পন্ন সেবা পৌঁছানোর পাঁচ দশকের যাত্রার চিত্র ফুটে ওঠেছে।
ব্র্যাকের প্রদর্শিত এই শিল্পকর্মের মূল উপজীব্য ছিল - ‘শিক্ষক, স্বাস্থ্যসেবিকা, উন্নয়নকর্মী, কর্মসূচির অংশগ্রহণকারী, ক্লায়েন্ট, কারুশিল্পী, অথবা উদ্যোক্তা হিসেবে নারীরাই সমাজ পরিবর্তনে আমাদের মূল শক্তি’। এই প্রদর্শনী চলবে ২৬ জানুয়ারি থেকে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
আসছে ফেব্রুয়ারি মাসের ২-৭ তারিখ এই শিল্পকর্মের দেখা মিলবে আড়ং-এর তেজগাঁও ফ্ল্যাগশিপ স্টোর প্রাঙ্গণে।
ব্র্যাকের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৯, ১০, ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ আর্মি স্টেডিয়াম আয়োজিত "হোপ ফেস্টিভ্যাল ২০২৩" অনুষ্ঠিত হবে। তাই পূর্বপ্রস্তুতিমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এই প্রদর্শনী চলছে।
আয়োজকরা বলছেন, তরুণ প্রজন্মের মাঝে আশা ও অনুপ্রেরণার জাগরণ হোপ ফেস্টিফ্যালের লক্ষ্য। “হৃদয়ে বাংলাদেশ, “সম্ভাবনার শক্তি, ও “যে পৃথিবী আমরা গড়তে চাই”এই তিনটি প্রতিপাদ্যকে সামনে রেখে সাজানো হয়েছে তিন দিনের অনুষ্ঠানমালা। শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন, লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন, ও মানসিক স্বাস্থ্য এই পাঁচটি বিষয়ের ওপর বিশেষ আলোকপাত করা হবে এই অনুষ্ঠানমালায়।