কয়েক বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা এবং জিয়াউর রহমানের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবুকে ছড়িয়ে পড়ে একটি কবিতা। ‘জনতার জিয়া’ শিরোনামের সেই কবিতাটির কবি হিসেবে উল্লেখ করা হয় হেলাল হাফিজের নাম। এই সূত্র ধরে কিছু পোর্টালেও কবিতাটি প্রকাশিত হয়। কিন্তু কবি হেলাল হাফিজ সেই সময় বলেছিলেন, সেই কবিতাটি তাঁর লেখা নয়। সম্প্রতি আবারও সেই কবিতাটি নিয়ে আলোচনা উঠেছে ফেসবুকে।
এ বিষয়ে হেলাল হাফিজ আজ মঙ্গলবার তাঁর ফেসবুক ওয়ালে লিখেছেন, কবিতাটি তাঁর নয়। তিনি কলম-কাগজে লেখা দুই লাইনের একটি বিবৃতি দিয়ে সেটির ছবি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন: ‘জনতার জিয়া’ আমার লেখা কবিতা নয়।
জানা যায়, ওই কবিতাটি যখন প্রকাশ করা হয় তখন কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ ছিলেন। ওই সময় তাঁর চিকিৎসা খরচের দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ অবস্থায় বঙ্গবন্ধুর সমালোচনা ও জিয়াউর রহমানের প্রশংসা করে লেখা কবিতাটি পত্রিকায় প্রকাশ হলে সরকার ও ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। যদি এই কবি সত্যিই এমন কোনো লেখা লিখে থাকেন তাহলে তাঁকে কেন প্রধানমন্ত্রী চিকিৎসা সহায়তা দেবেন— ওই সময় এ প্রশ্নও করছেন অনেকেই।
কথিত ওই কবিতাটি পরে গান হিসেবে বিটিভিতে উপস্থাপন হয়েছিল বলে দাবি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর ওই গান গেয়েছেন বলে দাবি করা হয়।
তবে এ বিষয়ে কবি হেলাল হাফিজ ও ফকির আলমগীর (বর্তমানে প্রয়াত) দুই জনই তখন গণমাধ্যমে কথা বলেছিলেন। হেলাল হাফিজ গণমাধ্যমকে তখন বলেছিলেন, ‘ওই কবিতা তিনি লিখেননি। ফকির আলমগীরকে যদি কেউ বলে থাকে তাঁর গাওয়া ওই গানটি হেলাল হাফিজ লিখেছেন— তাহলে সেটাও তাঁকে মিথ্যা বলা হয়েছে।’
গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরও তখন গণমাধ্যমকে বলেছিলেন, ‘যে গানটির কথা ছড়ানো হয়েছে, তাঁর গাওয়া গানের ভাষা এমন ছিল না। আর তিনি যে গান তখন গেয়েছেন, সেটিও হেলাল হাফিজের লেখা না।’
হেলাল হাফিজ তখন গণমাধ্যমকে বলেছিলেন, ‘জনতার জিয়া’ শিরোনামে যেই কবিতা তাঁর নামে ছড়ানো হচ্ছে এটা তিনি লেখেননি। দৈনিক দেশ পত্রিকায় তাঁর নামে এই কবিতা ছাপা হয়েছিলো, তা-ও মিথ্যা। শুধু তাই নয়, তিনি জিয়া পরিষদের সভাপতি ছিলেন বলে যে প্রচার আছে, তা-ও মিথ্যা।’
বেশ কয়েক বছর পরই আবারও এ বিষয়ে মুখ খুললেন কবি হেলাল হাফিজ। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি এ বিষয়ে লিখেছেন।