আঙ্গুলের ছাপ না মিললেও ভোট দিতে পারবেন: রিটার্নিং কর্মকর্তা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৫, ২০২২, ১০:৫২ এএম

আঙ্গুলের ছাপ না মিললেও ভোট দিতে পারবেন: রিটার্নিং কর্মকর্তা

ইভিএম পদ্ধতিতে ভোট দিতে গিয়ে যাদের আঙ্গুলের ছাপ মিলছে না, তারাও ভোট দিতে পারবেন বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. শাইদুন নবী চৌধুরী।

বুধবার সকাল সাড়ে ৯ টায় নগরীর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি স্কুল কেন্দ্রে ভোট পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সে সময় তিনি বলেন, 'যাদের ফিঙ্গার মিলছে না। তারাও ভোট দিতে পারবেন।'

তবে সেটি কীভাবে সম্ভব এই সম্পূরক প্রশ্নের উত্তর দেননি রিটানিং কর্মকর্তা। তিনি বলেন, 'দেখেন।'

অপর এর প্রশ্নের জবাবে তিনি বলেন, 'বুথ কমিয়ে দেওয়া কখনোই সম্ভব না।'

রিটার্নিং কর্মকর্তা বলেন, 'কিছু স্কুল-কলেজ খুব ছোট। বাধ্য হয়ে আমাদের এক রুমে দুইটা বুথ করতে হয়েছে।'

ইভিএম মেশিনের ত্রুটি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ইভিএমগুলোতে ছোটখাটো সমস্যা থাকলে, লোক আছে, তারা সমাধান করে দেবে।'

সার্বিক পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি প্রার্থী ও ভোটারদের সঙ্গে কথা বলেছি। সার্বিক পরিস্থিতি ঠিক আছে।’

Link copied!