আনাস মাদানীর নেতৃত্বে হেফাজতের বিকল্প কমিটির পরিকল্পনা শফীপন্থীদের

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৯, ২০২১, ১২:৫০ পিএম

আনাস মাদানীর নেতৃত্বে হেফাজতের বিকল্প কমিটির পরিকল্পনা শফীপন্থীদের

হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন কমিটি ঘোষণার পর প্রতিষ্ঠাতা আমির প্রয়াত শাহ আহমদ শফীর অনুসারীরা ৩১৩ সদস্যের বিকল্প কমিটির খসড়া করা হয়েছে। আগামী সপ্তাহে আহমদ শফীপুত্র আনাস মাদানীকে সাথে নিয়ে পাল্টা এই কমিটি ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট । একই সঙ্গে ১৫ থেকে ৩১ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শুরা কমিটি এবং একই আকারে কেন্দ্রীয় উপদেষ্টা কমিটি গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে। 

আনাস মাদানীর নেতৃত্বে কমিটি 

হেফাজতের প্রতিষ্ঠাকালীন কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি বলেছেন, ‘কমিটিতে একটি চমক থাকতে পারে।’ তবে শফীপন্থী অনেক নেতারাই আনাস মাদানীকে নিয়ে কমিটি গঠন করার কথা জানায়।

হেফাজতের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক মুফতি নুরুল ইসলাম জাদিদ দ্য রিপোর্টকে বলেন, আনাস মাদানির নেতৃত্বে বিকল্প কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতের শফিপন্থীরা। কবে নাগাদ এ কমিটি ঘোষণা করা হবে তা এখনো সিদ্ধান্ত নেয়া হয় নি।

কে কোন পদে থাকবে

হেফাজতের পাল্টা কমিটিতে শীর্ষ নেতৃত্বে কারা আসতে পারেন তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। হেফাজতের সাবেক নেতারা ৩১৩ সদস্যের কমিটির খসড়া তালিকায় কাদের কোন পদে রাখা হয়েছে তা জানাতে অপারগতা প্রকাশ করলেও নাম শোনা যাচ্ছে হেফাজতের প্রথম কমিটির (প্রতিষ্ঠাকালীন) নায়েবে আমির মুফতি আবদুল হালিম বোখারী, আল্লামা সুলতান জউক নদভী, বেফাকের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, সাবেক নায়েবে আমির আবদুল হামিদ মধুপুরী, আল্লামা রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, আতাউল্লাহ হাফেজ্জী, সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি, সাবেক সহকারী মহাসচিব ওবাইদুর রহমান খান নদভী, মাওলানা সাজেদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ড. মোসতাক আহমদ, মাওলানা রুহুল আমিন খান, মাওলানা রুহুল আমিন খান উজানি, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, ফয়জুল করিম পীর সাহেব চরমোনাই প্রমুখ। এর মধ্যে বেশির ভাগ নেতাই হেফাজতের প্রতিষ্ঠাকালীন প্রথম কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। গত সোমবার ঘোষিত কেন্দ্রীয় নতুন কমিটিতে এর মধ্যে নায়েবে আমির পদ পেয়েছেন আতাউল্লাহ হাফেজ্জী।

আসছে ইউসুফ মাদানীও

সর্বশেষ গত সোমবার ৩৩ সদসের কেন্দ্রীয় কমিটি হলেও এসব কমিটিতে আনাছ মাদানীসহ শফীপন্থীদের বাদ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। তবে ৩৩ সদস্যের কমিটিতে ইউছুফ মাদানীকে সহকারী মহাসচিব পদে রাখা হলেও তিনি ওই পদ প্রত্যাখ্যান করেছেন। যার ফলে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকবেন তিনি।

Link copied!