আবারও বাসে সন্তান প্রসবের ঘটনা। এবার স্থান হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল। এলাকায় যাত্রীবাহী বাসে সন্তান প্রসব করেছেন এক নারী। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় টার্মিনাল এলাকায় মিষ্টি বিতরণ করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। পাশাপাশি ওই নারী ও নবজাতকের জন্য মোটর মালিক গ্রুপের সব বাসে আজীবন ভাড়া ফ্রি ঘোষণা করা হয়।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাতে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস পরিবহণের একটি বাস সিলেট থেকে মৌলভীবাজার হয়ে হবিগঞ্জে যায়। মৌলভীবাজার থেকে বাসে ওঠেন হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের জাহিদুর রহমানের অন্তঃসত্ত্বা স্ত্রী মুনতাহা বেগম ও তার আত্মীয়-স্বজন।
আরও পড়ুন: বাসে শিশুর জন্ম, পরিবারের আজীবন বাস-ভাড়া ফ্রি
বাসটি হবিগঞ্জ শহরে প্রবেশের আগেই মুনতাহার প্রসব ব্যথা শুরু হয়। বাসচালক বিষয়টি জানতে পেরে বাসটিকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে নিয়ে যান। পরে বাসের স্টাফরা বাসস্ট্যান্ড এলাকা থেকে কাপড় নিয়ে প্রসূতিকে সন্তান জন্মদানের বিষয়ে সহায়তা করেন।
মুনতাহার আত্মীয় এবং বাসের নারী যাত্রীদের সহায়তায় কন্যা সন্তান প্রসব করেন। পরে সবার মধ্যে মিষ্টি বিতরণ করাসহ মুনতাহা ও তাঁর সন্তানের জন্য বাসভ্রমণ ফ্রি ঘোষণা করা হয়। ফ্রি ভাড়ার সুবিধা উপভোগ করতে বাস মালিক সমিতির পক্ষ থেকে তাঁদের একটি পরিচয়পত্র দেওয়া হবে।
নবজাতকের পিতা জাহিদুর রহমান জানান, এটি তার প্রথম সন্তান। তিনি পরিবার নিয়ে মৌলভীবাজারে বসবাস করেন এবং ঢালাই শ্রমিক হিসেবে কাজ করেন। স্ত্রীকে নিয়ে তিনি বাড়ি যাওয়ার জন্য বাসে উঠেছিলেন।