ইলিশ ধরা নিয়ে জেলেদের হাহাকার শেষ মধ্যরাতে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৫, ২০২১, ০৬:৪৩ পিএম

ইলিশ ধরা নিয়ে জেলেদের হাহাকার শেষ মধ্যরাতে

একনাগাড়ে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে সোমবার(২৫ অক্টোবর) মধ্যরাত থেকে আবারো জেলেরা ইলিশ শিকার করতে পারবেন।  ইলিশ মাছের প্রজনন নিরাপদ ও নিশ্চিত করতে  চলতি বছরের গত ৩ অক্টোবর রাত ১২টা থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হয়েছিল।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন গণমাধ্যমকে বলেন, ‘গত ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়েছিল। আজ মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। এরপর ইলিশ ধরায় কোনো বাধা থাকবে না।’

এবারের নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ নিধন, বাধা দিতে গেলে প্রশাসনের ওপর হামলাসহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে নদীতীরবর্তী জনপদে। তবে তবে মৎস্য অধিদপ্তরের একটি বিভাগীয় সূত্র দাবি করেছে, নিষেধাজ্ঞা কার্যকর করতে ৯০ ভাগ সফল হয়েছে তারা।

মৎস্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের চেয়ে এবার বেশি অভিযান চালানো হয়েছে। তবে ইলিশ নিধনের দায়ে কারাদণ্ড দেওয়া হয়েছে গত বছরের চেয়ে অনেক কম সংখ্যক জেলেকে।

মৎস্য অধিদপ্তরের একটি সূত্রে জানা গেছে, চলতি বছর ইলিশের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৩৩ হাজার টন। জেলেরা আশা করছেন, নিষেধাজ্ঞা শেষে আশানুরূপ ইলিশ পেলে তাদের অর্থকষ্ট ঘুচবে, ঋণ শোধ করে সংসারের ফিরবে সচ্ছলতা।

Link copied!