ঈদের জামাত কখন কোথায়

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩, ২০২২, ০৯:২২ এএম

ঈদের জামাত কখন কোথায়

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।

ঈদের প্রধান জামাত সকালে সাড়ে ৮টায়: রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত হয়েছে। এদিন আবহাওয়া অনুকূলে থাকলে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

বায়তুল মোকাররমে ৫ জামাত: অন্যান্য বছরের মতো এবারও রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এখানে পর্যায়ক্রমে ঈদের নামাজের ৫টি জামাত হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে জানানো হয়েছে, ঈদের দিন সকাল ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে জামাত অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায়: ঈদের দিন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৮টায় জামাত অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে সংসদের চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা অংশ নিয়েছেন। এছাড়াও এ জামাত উন্মুক্ত হওয়ায় সবাই অংশ নিয়েছেন।

বুয়েটে ঈদের জামাত সকাল সোয়া ৭টায়: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ঢাবির মাঠে আহলে হাদিসের প্রধান জামাত সাড়ে ৭টায়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে জমঈয়তে আহলে হাদিসের ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়েছে। এ জামাতে বংশাল বড় জামে মসজিদের খাতিব শাইখ মুহাম্মাদ মোস্তফা সালাফি ইমামতি করবেন।

বসুন্ধরা আবাসিক এলাকায় ঈদের ৫ জামাত: বসুন্ধরা আবাসিক এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন বড় মসজিদ বা মারকাজুল ফিকহিল ইসলামীতে প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে। এরপর সকাল সোয়া ৭টায় কুলসুম জামে মসজিদ (সি ব্লক), সকাল সাড়ে ৭টায় এফ ব্লক জামে মসজিদে, সকাল ৮টায় বায়তুল জান্নাত জামে মসজিদ (জি ব্লক), সকাল ৮টা ৩০ মিনিটে ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) নামাজ অনুষ্ঠিত হয়েছে।

গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের ৩ জামাত: রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে ঈদের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের দিন ভোর ৬টায়, সকাল সাড়ে ৭টায় ও সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীতে আরও যত ঈদুল ফিতরের জামাত: রাজধানীর ধানমন্ডি তাকওয়া মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের দুটি জামাত হয়েছে। প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত হয়েছে সকাল ৮টায়।

এছাড়া রাজধানীর মিরপুর দারুস সালাম এলাকার মীর বাড়ি আদি (মাদবর বাড়ি) জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল সাড়ে ৭টায় ও সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। মিরপুর ১২ নম্বর সেকশনের হারুন মোল্লাহ্ ঈদগাহে জামাত হয়েছে সকাল সাড়ে ৭টায়। আর রাজধানীর মতিঝিলের আরামবাগে দেওয়ানবাগ শরিফের উদ্যোগে সকাল ৮টায় ও সকাল সাড়ে ৯টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত হয়েছে।

Link copied!