কে হচ্ছেন দেশের প্রধান পর্যটন শহরটির পৌর পিতা- তা জানা যাবে ১২জুন। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের পর থেকে কক্সবাজার পৌর নির্বাচনের আলাপ-আলোচনা এগিয়ে গেছে আরও এক ধাপ। হোটেল-চায়ের দোকান আর হাটে-বাজারে সর্বত্র এখন আলোচনার বিষয় পৌর নির্বাচন।
নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ৭৭ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে ৪ ওয়ার্ডে ১৬ জন, ১২টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে ৫৬ জন প্রার্থী রয়েছেন।
১ ১জুন পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় ক্যাম্পেইন করে। ক্যাম্পেইনে সকলেই পর্যটন নগরীর নানা রকম উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চান। রাত ৮টা পর্যন্ত তারা নির্বাচনি এলাকায় ভোট চেয়ে ক্যাম্পেইন শেষ করেন।
নগর পিতার জন্য লড়াই ৫ জন করলেও মাঠে সরাসরি ভোটে সরাসরি প্রচারণা ও কার্যক্রম চালাচ্ছে দুইজনই। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান প্যানেল মেয়র মাহবুবুর রহমান চৌধুরী ও কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হকের জ্যৈষ্ঠ পুত্র জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাশেদ। তাদের দখলে ছিল প্রচারণা সবচেয়ে বেশি।
দুই মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণাও এখন তুঙ্গে উঠেছে। দলের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদের প্রচারণায় মাঠ জমিয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা একেএম মোজাম্মেল হকের ৪ পুত্রবধূ ও এক কন্যা। অনুরূপভাবে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর প্রচারণায় এগিয়ে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীর দল।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন জানান, কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের বর্তমান ভোটার সংখ্যা ৯৪ হাজার ৮০২ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৪৯ হাজার ৮৭৯ জন ও নারী ভোটার ৪৪ হাজার ৯২৩ জন। ১২টি ওয়ার্ডে ৪৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।