এপ্রিল ২৬, ২০২২, ০১:৪৩ এএম
গ্রীষ্মের খরতাপে পুড়ছে রাজশাহী। জেলাটিতে আজ সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজশাহীতে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে; যা চলতি মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ। গত ১৫ এপ্রিল এ বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় নগরীতে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস।
প্রখর রোদে পুড়ছে রাজশাহী মহানগরীসহ বরেন্দ্রের পথ-ঘাট। গত কয়েক দিনের তাপে তেঁতে উঠেছে মাঠ, ঘাট, প্রান্তর। বাইরে বা ঘরে কোথাও স্বস্তি নেই। তীব্র দাবদাহে প্রকৃতিও নিস্তেজ। হালকা বাতাস থাকলেও সেটিও গরম ছড়াচ্ছে। প্রাণিকুলও ছড়াচ্ছে তপ্ত নিশ্বাস।
রাজশাহী আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আব্দুস সালাম বলেন, গত ১৫ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের পর ২০ এপ্রিল ভোরে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। ২২ এপ্রিল ১ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
অন্যদিকে, তীব্র তাপদাহে পবিত্র রমজানে এমন গরমে হাঁপিয়ে উঠেছে মানুষসহ পশু-পাখিরাও। বিশেষ করে যারা রোজা রেখেছেন তাদের কষ্ট আরও বেশি।
এছাড়াও একটু স্বস্তির খোঁজে খেটে খাওয়া দিনমজুর ও অটোরিকশা চালকরা গাছের নিচে আশ্রয় নিচ্ছেন। তবে সেখানেও তেমন একটা স্বস্তি নেই।