গাসিক নির্বাচনের ৭৩ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২৩, ০২:০৩ পিএম

গাসিক নির্বাচনের ৭৩ শতাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

একদিন পরই গাজীপুর সিটি কর্পোরেশন (গাসিক) নির্বাচন। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে। (ইভিএম)। ইতিমধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে গেছে ইভিএম। এদিকে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন,  ৪৮০টি কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। এর মধ্যে ৩৫১টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। অর্থাৎ মোট ভোট কেন্দ্রের ৭৩ শতাংশ কেন্দ্র ঝুঁকিপূর্ণ। অন্যদিকে  বাকি ১২৯টিকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। 

নির্বাচন কমিশনার বলেন, কোনো হুমকি না থাকলেও যেহেতু শিল্প এলাকা, তাই দুষ্কৃতকারী বা অসৎ উদ্দেশ্য যাদের থাকে, তারা যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, তাই অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্প এলাকা বিধায় গাজীপুর সিটিতে বিভিন্ন ধরনের মানুষ বসবাস করেন। তাই মানুষের মধ্যে অপরাধপ্রবণতাও বেশি। তবে নির্বাচনি পরিস্থিতি এখন পর্যন্ত ভালো। 
তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে সে যে দলেরই হোক, তাকে দ্রুত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে। অনিয়মের মাত্রার ওপর শাস্তিমূলক ব্যবস্থা কী নেওয়া হবে, তা নির্ভর করবে। 

এই কমিশনার বলেন, নির্বাচনি এলাকায় র‌্যাবের ৩০টি টিম এবং ১৩ প্লাটুন বিজিবি রয়েছে। এছাড়া পুলিশের ১৯টি স্ট্রাইকিং ফোর্স এবং ৫৭টি মোবাইল টিম রয়েছে।

Link copied!