গুলশানে স্পা সেন্টারে অভিযান, ভবন থেকে ‘পড়ে’ তরুণীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৩, ০৬:৪২ পিএম

গুলশানে স্পা সেন্টারে অভিযান, ভবন থেকে ‘পড়ে’ তরুণীর মৃত্যু

রাজধানীর গুলশানে একটি স্পা সেন্টারে সিটি করপোরেশনের অভিযানের সময় বহুতল ভবন থেকে নিচে পড়ে এক তরুণী মারা গেছেন। এসময় আরেক নারীসহ কয়েকজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটা থেকে তিনটার দিকে গুলশান ২ এর ৪৭ নম্বর সড়কের ওই বাসায় অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় ঘটনাটি ঘটে।

নিহত তরুণীর নাম ফারজানা আক্তার (১৯)। তাঁর বাড়ি বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা এলাকায়।

জানা গেছে,  গুরুতর আহত অবস্থায় আহত দুজনকে সিটি কর্পোরেশনের গাড়িতে করে ঢাকা মেডিকেল মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে পুলিশ। কর্তব্যরত চিকিৎসক ফারজানাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত তরুণীর স্বামী জাহিদ হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, তাঁর স্ত্রী গুলশানে চাকরি করতেন। তিনি একটি মুদি দোকানে চাকরি করেন।

এসআই আলমগীর হাসপাতালে সাংবাদিকদের জানান, একজন হাকিমের নেতৃত্বে ডিএনসিসির অভিযান চলছিল। অভিযানকালে আর্মড পুলিশের সদস্যরাও ছিলেন। এসময় কয়েকজন ‘লাফিয়ে পড়েন’ বলে থানা পুলিশকে জানানো হয়।

পরে দুজনকে নিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। সেখানে চিকিৎসকেরা একজনকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

Link copied!