মার্চ ৮, ২০২৩, ০৪:২৬ পিএম
দুই বছর পর আয়োজিত হচ্ছে জয় বাংলা কনসার্ট। কনসার্টের শুরুতেই গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) রাজধানীর আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট আয়োজিত হয়েছে।
১৯৭১ সালের ৭ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০১৫ সাল থেকে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে আসছে তরুণদের কাছে জনপ্রিয় জয় বাংলা কনসার্ট। প্রতিবারের মতোই এবারও এর আয়োজন করছে তরুণদের অন্যতম বড় নেটওয়ার্ক ইয়াং বাংলা।
এবারের কনসার্টে মঞ্চ কাঁপাবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘আর্টসেল’, ‘ক্রিপটিক ফেইট’, ‘চিরকুট’, ‘নেমেসিস’, ‘লালন’, ‘আরেকটা রক ব্যান্ড’, ‘মেঘদল’, ‘অ্যাভয়েড রাফা’ ও ‘কার্নিভাল’।
প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে গুলিস্তানের নর্থ-সাউথ রোডের ১৮০/১ হোল্ডিংয়ের সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় আশেপাশের কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে এখন পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।