তদন্ত প্রতিবেদন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থায় আপত্তি নেই চীনের: লি জিমিং

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ০২:৫৭ পিএম

তদন্ত প্রতিবেদন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থায় আপত্তি নেই চীনের: লি জিমিং

চায়না ঠিকাদারি প্রতিষ্ঠান ‘চায়না গেজহুবা গ্রুপ করপোরেশন (সিজিজিসি)’ এর বিরুদ্ধে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিলে কোনো আপত্তি থাকবে না বলে জানান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

চীনা রাষ্ট্রদূত বলেন, বিআরটি প্রকল্পের সওজ অংশের নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠানের পক্ষে তদন্তের জন্য চীন থেকে বাংলাদেশে পৌঁছেছে। দলের সদস্যরা তদন্ত কমিটিকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কাজ চলাকালীন ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারের ৫ যাত্রীর নিহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন লি জিমিং।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানান, এ ঘটনার তদন্ত কমিটিতে বুয়েটের একজন বিশেষজ্ঞকে নিযুক্ত করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত কমিটিকে চূড়ান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

Link copied!