দু’দিনের সফরে শুক্রবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১০, ২০২৩, ০২:৪২ এএম

দু’দিনের সফরে শুক্রবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

আসছে শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া দুই দিনব্যাপী ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ‘টেকসই ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারিত্ব’ থিম নিয়ে রাজধানীর একটি হোটেলে শুরু হতে যাওয়া এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র এস জয় শঙ্করের  ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকার একটি কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধিভুক্ত গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ফাউন্ডেশন যৌথভাবে ওই সম্মেলনের আয়োজন করেছে। আসছে ১২ ও ১৩ মে ঢাকায় অনুষ্ঠেয় এই সম্মেলনে মরিশাসের প্রেসিডেন্ট, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করসহ ৩০ জনের মতো মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ডেপুটি মিনিস্টারের যোগ দেওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক ওই সূত্র আরও জানায়, নয়াদিল্লি­র পক্ষ থেকে সম্মেলনে জয়শঙ্করের যোগ দেওয়ার বিষয়টি ঢাকাকে নিশ্চিত করা হয়েছে। সম্মেলনের দিন শুক্রবার সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সম্মেলনে যোগ দেওয়াটাই তার মূল অ্যানগেজমেন্ট। এর বাইরে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে জয়শঙ্করের সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

এদিকে, জয়শঙ্করের এ সফরে দ্বিপাক্ষিক আলোচনার বিষয়বস্তু থাকছে কিনা- জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের এক পরিচালক দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সফরটা দ্বিপাক্ষিক নয়। তিনি ভারত মহাসাগরীয় সম্মেলনে যোগ দিতে ঢাকা সফরে আসছেন। এসব সফরে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা হয় না হলেও গেষ্ট চোইলে  সৌজন্য সাক্ষাত হতে পারে। তিনি যদি কারো সঙ্গে সাক্ষাৎ করতে চান বা প্রস্তাব দেন আমরা ব্যবস্থা করব।”

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর নিয়ে বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিফ করতে পারেন বলেও তিনি জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার আরেক পরিচালক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে।

সবশেষ গত বছরের এপ্রিলের শেষের দিকে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ২০১৯ সালে প্রথম ঢাকা সফর করেন। এরপর ২০২১ সালের মার্চে বাংলাদেশে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, এ পর্যন্ত ভারত মহাসাগরীয় পাঁচটি সম্মেলন হয়েছে। ২০১৬ সালে প্রথম সিঙ্গাপুরে এ সম্মেলন শুরু হয়। সবশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতে।  এক বছর বিরতি দিয়ে যষ্ঠ সম্মেলনটি ঢাকায় হতে যাচ্ছে।

Link copied!