নাশকতার মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার স্থায়ী জামিন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২২, ১১:৪১ এএম

নাশকতার মামলায় হাইকোর্টে খালেদা জিয়ার স্থায়ী জামিন

কুমিল্লার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতোয়ার রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে স্থায়ী জামিন দেন।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।

প্রসঙ্গত, ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় একটি নৈশকোচের কয়েক যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আহত হন আরও ২০ জন। পরবর্তীতে এ ঘটনায় নাশকতার অভিযোগে খালেদা জিয়া ও বিএনপির ৫৫ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।

Link copied!