নিম্নচাপে পরিণত ‘অশনি’, আরও একদিন থাকতে পারে বৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১২, ২০২২, ০৬:০৮ পিএম

নিম্নচাপে পরিণত ‘অশনি’, আরও একদিন থাকতে পারে বৃষ্টি

ভারতের অন্ধ্র উপকূলে থাকা ঘূর্ণিঝড় ‘অশনি’ আরও দুর্বল নিম্নচাপে পরিণত হয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশের সমুদ্র উপকূলেই অশনি হারাল সমস্ত দাপট। বাংলাদেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। ইতোমধ্যে সমুদ্রবন্দরগুলোর ওপর থাকা সতর্ক সংকেতও নামিয়ে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে কয়েকদিন থেকে অশনির প্রভাবে যে বৃষ্টি হচ্ছে, তা আগামীকাল পর্যন্ত থাকবে দেশের বিভিন্ন প্রান্তে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস এমনই।

প্রায় সপ্তাহখানেক ধরে অশনির আসা নিয়ে আলোচনা চলছে। এর প্রভাবে বৃষ্টি হয়েছে। আকাশও মেঘলা ছিল। শঙ্কা ছিল বাংলাদেশে আসবে কি না, তবে আবহাওয়া অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দুই দিন আগে থেকেই বলেছিল, বাংলাদেশে অশনি আসার আশঙ্কা কম।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

ভারতের উপকূলের দিকে এগিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম, মোংলা, কক্সবাজার ও পায়রা সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করেছিল আবহাওয়া বিভাগ। গতরাতে সমুদ্রবন্দরগুলোতে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত জারি করে আবহাওয়া বিভাগ। আজ সেটাও নামিয়ে ফেলা হলো।

Link copied!