প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করলেন মার্টিনেজ, দিলেন উপহার

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৩, ২০২৩, ০২:৪১ পিএম

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করলেন মার্টিনেজ, দিলেন উপহার

ছবি: পিএমও

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকা সফররত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

সোমবার বেলা দুইটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মার্টিনেজ  সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। এ সময় প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার জার্সি উপহার দেন মার্টিনেজ। 

প্রসঙ্গত, সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে  এমিলিয়ানো মার্টিনেজ  ঢাকায় এসে পৌঁছান। সেখান থেকে কড়া নিরাপত্তায় তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়।

ঢাকায় ১১ ঘণ্টার সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে বাড্ডার প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেডনেক্সটের কার্যালয়ে যান মার্টিনেজ। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

বাংলাদেশে আসা উপলক্ষে মার্টিনেজের হাতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের পক্ষ থেকে কয়েকটি পুরস্কার দেওয়া হয়। আইসিটি প্রতিমন্ত্রী ওই পুরষ্কারগুলো মার্টিনেজের হাতে তুলে দেন।

পরে গণমাধ্যমকর্মীদের আইসিটি মন্ত্রী জুনায়েদ হোসেন পলক বলেন, “মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে।’ বাজপাখি নামটিও তার খুব পছন্দ বলে জানান মন্ত্রী, ‍‍`মার্টিনেজ বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।”

বাজপাখি উপহার দেওয়ার বিষয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের মানুষ যে মার্টিনেজকে বাজপাখি হিসেবে জানে, সে ব্যাপারটা আর্জেন্টাইন এই গোলরক্ষকও জানেন। এ কারণে ঢাকায় এসে বাজপাখি শব্দটা মুখস্ত করে নেন তিনি। বাজপাখি, নৌকা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতি উপহার পেয়ে খুব খুশি হয়েছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। 

 

Link copied!