ধান কাটার মৌসুম এলেই শোনা যায় শ্রমিকের অভাব, কাটা হচ্ছে না ধান, নানা দূর্যোগ ও প্রতিকুল পরিবেশের কারনে নষ্ট হয়ে যায় সেই ধান। তবে, এবারের চিত্রটা ছিলো একেবারেই ভিন্ন। দেশে চলমান ধান কাটার উৎসবে সামিল হয়েছেন আওয়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতীম সংগঠন যুবলীগ। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের ধান কেটে দিচ্ছেন আওয়ামী লীগ ও যুবরীগের স্থানীয় নেতাকর্মীরা।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহবানে অসহায় ও গরীব কৃষকের ধান বিনো পয়সায় কেটে ও তা মাড়াই করে ঘরে তুলে দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা।
চলতি বছরের ১৯ এপ্রিল দলীয় ফোরামের এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ঈদের ছুটিতে ঘরমুখো নেতাকর্মীকে গ্রামের বাড়িতে কৃষকের পাশে থাকার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা।
আর সেই নির্দেশ বাস্তবায়নের লক্ষে দেশের বিভিন্ন জেলায় যুবলীগের নেতাকর্মীরা ব্যাস্ত রয়েছে ধান কাটায়। কোথাও কোথাও ধান মাড়াই করে কৃষকের গোলায় তুলে দিতেও দেখা গেছে তাদের।
নোয়াখালি জেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক একরামুল হোক বিপ্লব, পিরোজপুর জেলা যুবলীগ এস এম বায়োজিত, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেন ও গোপালগঞ্জ জেলা যুবলীগ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ধান কাটা উৎসব।
এছাড়াও রংপুর, নেত্রকোনা, মৌলভীবাজার, খুলনা, ভালুকা, ত্রিশাল, চকরিয়া, সহ পূর্ব ধলা উপজেলা যুবলীগের নেতা কর্মীরাও ধান কাটার এই মহাউৎসবে অংশ নিয়েছেন।