বেড়েছে মরিচের ঝাঁজ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩১, ২০২২, ১২:৫৪ পিএম

বেড়েছে মরিচের ঝাঁজ

দেশের কোথাও নেই ভারী বৃষ্টি। তবুও সরবরাহ কমার অজুহাতে বেড়েছে মরিচের দাম। কোরবানি ঈদের আগে কাঁচামরিচের কেজি ছিল ১০০ থেকে ১২০ টাকার মধ্যে। মাস খানেকের মধ্যে প্রায় দ্বিগুণ হয়েছে দাম। রাজধানীর অনেক বাজারে এখন প্রতি কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে ২০০ থেকে ২২০ টাকা। এর পাশাপাশি দাম বেড়েছে শুকনো মরিচেরও। এদিকে দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

বাজারে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দাম যখন ঊর্ধ্বমুখী তখন কাঁচামরিচের দামে কিছুটা স্বস্তি পেত ক্রেতা। কিন্তু হঠাৎ করেই বাড়লো মরিচের ঝাঁজ। কেজিপ্রতি ৪০ থেকে ৫০ টাকা বেড়ে কাঁচামরিচের দাম এখন ২০০ থেকে ২২০ টাকা।

একজন বিক্রেতা বলেন, বর্ষার কারণে দেশের বিভিন্ন এলাকায় মরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। অনেক জায়গায় পানিতে ডুবে যায় গাছ। বাজারে মরিচের সরবরাহও কম, তাই দাম বাড়তির দিকে।

এদিকে বর্তমানে প্রতি কেজি শুকনো মরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ৩২০ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছিল ২২০ থেকে ৩০০ টাকা কেজি দরে। এ ছাড়া আমদানি করা শুকনো মরিচের কেজি বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকায়, যা মাস খানেক আগে কেনা যেত ৩২০ থেকে ৪০০ টাকায়।

Link copied!