ভারতের অন্ধ্র উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৯, ২০২২, ০৪:১০ পিএম

ভারতের অন্ধ্র উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অশনি’ শক্তি বাড়িয়ে ভারতের অন্ধ্র প্রদেশের উপকূলের দিকে এগিয়ে আসছে। ভারতের আবহাওয়া অফিসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজারন প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া অফিস জানিয়েছে, আগামিকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ‘অশনি’। তারপর সামান্য বাঁক নিয়ে উত্তর দিকে উড়িষ্যা উপকূলের দিকে এগোবে এই ঘূর্ণিঝড়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়,  অশনি এখন শক্তি বাড়িয়ে ঘণ্টায় ১৪ কিলোমিটার বেগে ভারতের উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বিশাখাপত্তনমের পোর্ট ব্লেয়ার থেকে ৫০০ কিলোমিটার পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ৮৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।

এদিকে, পশ্চিমবঙ্গের  আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, অশনি কোন পথে স্থলভাগে প্রবেশ করবে তা এখনও স্পষ্ট নয়। তবে অশনির প্রভাবে ১০ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হবে। ১০ থেকে ১২ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি হলেও ১১ তারিখ থেকে ১২ মে পর্যন্ত দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া অফিসের সতর্কবার্তায় মৎস্যজীবীদের আগামী কয়েকদিন বিশেষ করে ১০ থেকে ১২ মে সমুদ্রে না যাওয়র জন্য নির্দেশনা দেওয়া রহয়েছে।

এদিকে অশনির প্রভাবে বাংলাদেশের বিভিন্নস্থানে সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকালে রাজধানী ঢাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে।

Link copied!