পবিত্র রমজান মাসে যেন নিত্যপণ্যের দাম না বাড়ে সে বিষয়ে কাজ করছে সরকার। ফলে দাম বাড়বে না- এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়া, এলসি খোলার ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শুক্রবার সকালে রংপুরে নিজ নির্বাচনী এলাকায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এসব বলেন।
টিপু মুনশি বলেন, আন্তর্জাতিকভাবে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের নিত্যপণ্যের বাজার এখন অনেকটা স্থিতিশীল রয়েছে।
এর আগে বাণিজ্যমন্ত্রী নিজ নির্বাচনী এলাকার পীরগাছা ও কাউনিয়া উপজেলায় নিজস্ব অর্থায়নে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।