রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ০৫:২৭ পিএম

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

রাজধানীর কড়াইলের বেলতলা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “ বিকেলে সাড়ে ৪টার দিকে কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পেয়ে প্রথমে দুটি এবং পরে আরও আটটি ইউনিট পাঠানো হয়েছে। ঘটনাস্থলে মোট ১০টি ইউনিট কাজ করছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কারোর মৃত্যু বা আহত হওয়ার তথ্য পাওয়াি যায়নি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান তিনি।

Link copied!