বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক পীর হাবিবুর রহমান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ( ইন্নালিলাহির………রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।
হাসপাতালে সরাসরি লাইভ দেখতে ক্লিক করুন
রবিবার প্রেসক্লাবে জানাজা
সাংবাদিক পীর হাবিবুর রহমানের মরদেহ রবিবার সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিবুর রহমান স্ট্রোক করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন তার ছেলে আনাফ ফাহিম অন্তর। গত বছর অক্টোবরে মুম্বাই জাসলুক হাসপাতালে বোনম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে ক্যানসার মুক্ত হন পীর হাবিবুর রহমান। গত ২২ জানুয়ারি তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।
বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক এবিএম আব্দুল্লাহর পরামর্শে ৫৮ বছর বয়সী এই সাংবাদিক ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। করোনামুক্ত হওয়ার পর কিডনির নানা জটিলতার কারণে তাকে ভর্তি হতে হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই শুক্রবার সন্ধ্যায় তিনি স্ট্রোক করলে দ্রুত ল্যাবএইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।