সার্চ কমিটিতেই ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন:আইনমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ০৫:১৬ পিএম

সার্চ কমিটিতেই ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন:আইনমন্ত্রী

সার্চ কমিটির মাধ্যমেই আগামী বছরের ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন গঠন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য করা হয়নি বলেও তিনি মন্তব্য করেন। এছাড়া, যারা দেশের বাইরে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে তাদের বিরুদ্ধে এ আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।  

রবিবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি(ডিআরইউ) মিলনায়তনে মিট দ্য রিপোর্টার্সে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। এসময় সাংবাদিকদের বিভিন্ন  প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ই-কমার্স প্রতিষ্ঠান ই-ভ্যালির মতো ডিজিটাল গ্রাহক প্রতারণায় যারা জড়িত, তাদের বিরুদ্ধেও ডিজিটাল নিরাপত্তা আইনে পদক্ষেপ নেওয়ার প্রস্তাবনাও কিন্তু দেওয়া হয়েছে।

ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য করা হয়নি মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা দেশের বাইরে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে এ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অতীতেও হয়েছে, আগামীতেও হবে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন করা হবে।

আইনমন্ত্রী বলেন, ‘আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে নতুন কমিশন গঠন করতে হবে। ফলে এই সময়ের মধ্যে নতুন আইন করে সেই আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করার কোনো সুযোগ নেই। তাই আগে কমিশন গঠন হবে।’

নির্বাচন কমিশন নিয়ে বিএনপির আপত্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ইসি গঠন করার জন্য যে আইনের কথা সংবিধানে বলা আছে, তা আমাদের মানতে হবে। স্বাধীনতার ৫০ বছরেও যে স্পষ্ট আইন হয়নি, সেটা এখন করা হবে।’

আইনমন্ত্রী বলেন, ‘বিদেশে বসে যারা সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে তাদের সাইবার অপরাধ আইনের আওতায় আনা হবে। তারা বিদেশে থাকলেও বাংলাদেশে অপরাধ করেছেন বলে ধরা হবে।’

Link copied!