এপ্রিল ১৯, ২০২১, ০৫:৫২ পিএম
দেশে করোনা মহামারীর সংক্রমণ ঠেকাতে চলমান লকডাউনের সময়সীমা আরও ৭ দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে হিসাবে আগামী ২২ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত আরও এক সপ্তাহ এ লকডাউন বহাল থাকবে।
সোমবার (১৯ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আয়োজনে দেশের করোনা পরিস্থিতি ও লকডাউনের সিদ্ধান্ত নিয়ে ভার্চুয়াল বৈঠক হয়।
বৈঠক শেষে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘জাতীয় কারিগরি পরামর্শক কমিটি রবিবার বৈঠক করে বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে। আমরা আজ ভার্চুয়াল বৈঠক করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে চলমান বিধিনিষেধ ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘আজকে যে সিদ্ধান্ত হয়েছে সেই সামারি আজকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন হলেই প্রজ্ঞাপন জারি করা হবে।’
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, 'আগের সপ্তাহে লকডাউনে যে নির্দশনা ছিল এবারও তাই থাকছে। আগের মতই কঠোর লকডাউন হবে।‘ কখন প্রজ্ঞাপন জারি হবে জানতে চাইলে তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বাক্ষর হলে দ্রুত সময়েই প্রজ্ঞাপন জারি হবে।
এদিকে, চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (১৯ এপ্রিল) সকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
চলমান লকডাউন ১৪ এপ্রিল থেকে শুরু হয়ে ২১ তারিখ পর্যন্ত চলার কথা ছিল। তার দুদিন আগেই জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ আমলে নিয়ে আজ লকডাউন একসপ্তাহ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত নেয় সরকার।