ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৪:০৪ পিএম
বর্তমান সরকারে যিনি যত বড় প্রভাবশালী, তিনি তত প্রবল প্রতাপশালী দুর্নীতিবাজ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দেশ এখন আওয়ামী দুঃশাসনের দুর্বৃত্তায়ন ও ইতরায়নের দখলে বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর (এফ) রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুল হকের ফোনালাপ ফাঁসের খবরে দেশজুড়ে তোলপাড় চলছে উল্লেখ করে রিজবী বলেন,“সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিশিরাতের সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তির ফোনালাপ ফাঁস হয়েছে। এ হাইভোল্টেজ আলাপনই এখন ‘টক অব দ্য ইউনিভার্স’। একজন হলেন সরকারের আইনমন্ত্রী আনিসুল হক অপরজন হলেন নিশিরাতের সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।”
বিএনপির এই নেতা আরও বলেন, “কথিত ডিজিটালাইজড করার নামে দেশে দুর্নীতির যে রমরমা বাণিজ্য চলছে, এ দুই ব্যক্তির কথায় সেটি দৃশ্যতঃ প্রমাণিত। ফোনালাপে শুধু এই দু ব্যক্তিই নয়, দুর্নীতিবাজ চক্রের সঙ্গে মোস্তাফা জব্বার নামে বিনাভোটের আরেক মন্ত্রীর নামও উঠে এসেছে।”
‘ফাঁস হওয়া ফোনালাপে, দুই মন্ত্রী, আর দুই উপদেষ্টার দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ গোটা দেশের জনগনের সামনে স্পষ্ট দাবি করে বিএনপির অন্যতম এই শীর্ষ নেতা আরও বলেন, “ উপদেষ্টা ও মন্ত্রীর ফোনালাপ দুর্নীতির সামান্য নমুনামাত্র। গত এক যুগের বেশি সময় জাতির ঘাড়ে জবরদস্তি করে চেপে থাকা অবৈধ আওয়ামী সরকারেরই এখন উন্নয়নের নামে মহা-দুর্নীতির জয়জয়কার চলছে। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যম খুললেই দেখা যায় ক্ষমতাসীনদের লুটপাটের মহোৎসবের খবর।”
‘দেশে এখন দুর্নীতিবাজদের প্রলয় উল্লাস চলছে’ মন্তব্য করে বিএনপির এই সিনিয়র যুগ্মমহাসচিব আরও বলেন, “এসব মাফিয়া ও দুর্নীতিবাজরা বিনাভোটে ক্ষমতায় থাকতে থাকতে গণতন্ত্রের কথা শুনলেই এদের এখন গায়ে জ্বালা ধরে।”