প্রশিক্ষণে ‘এলোমেলো হাঁটা’র অভিযোগে ২৫ এএসপিকে শোকজ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৬, ২০২৪, ০৬:৫৪ পিএম

প্রশিক্ষণে ‘এলোমেলো হাঁটা’র অভিযোগে ২৫ এএসপিকে শোকজ

ছবি: সংগৃহীত

দৌড়ের নির্দেশ দিলে অন্যদের ‘যোগসাজশে’ তা না করে ‘এলোমেলোভাবে হাঁটার’ অভিযোগে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪০তম বিসিএসের ২৫ জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) কারণ দর্শাতে বলা হয়েছে।

সোমবার, ১৬ ডিসেম্বর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদেরকে শোকজ করার কথা জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর।

একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপার (বেসিক ট্রেনিং-২) মো. তানভীর সালেহীন ইমনের সই করা চিঠিতে অভিযুক্ত ২৫ জনের কাছে তিন দিনের মধ্যে এর ব্যাখ্যা চাওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, “গত ২৬ নভেম্বর সাপ্তাহিক প্রশিক্ষণ কর্মসূচি অনুযায়ী বিকেলের সেশনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্যারেড চালু হওয়ার পর কোম্পানির দায়িত্বপ্রাপ্ত সিএএসআই কেন্দ্রীয় কমান্ডের অংশ হিসেবে দৌড়ের নির্দেশ দিলে আপনি আরো কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে দৌড় না দিয়ে এলোমেলোভাবে হেঁটে হেঁটে চলা শুরু করেন।

“আপনাদের কারণে মাঠের অন্যান্য প্রশিক্ষণার্থী সঠিকভাবে দৌড়াতে পারছিল না। আপনাকে বারবার দৌড়ানোর কথা বলা হলেও আপনি তার কথায় কোনো কর্ণপাত না করে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক কথা বলা শুরু করেন। আপনিসহ আপনার অন্যান্য সহযোগীদের এরূপ কর্মকাণ্ডের ফলে মাঠে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়।”

একজন প্রশিক্ষণরত এএসপি (প্রবেশনার) হিসেবে এমন আচরণ ও কার্যকলাপ মাঠের সার্বিক প্রশিক্ষণ কার্যক্রমকে চরমভাবে ‘ব্যাহত’ করে এবং মাঠের অন্যান্য প্রশিক্ষণার্থীদেরকে ‘শৃঙ্খলাভঙ্গে’ উৎসাহিত করে।

‘এহেন কার্যকলাপ ও আচরণের পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কেন প্রেরণ করা হবে না’ তার কারণ ব্যাখ্যা করে নোটিস প্রাপ্তির ৩ দিনের মধ্যে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে চিঠিতে।

এর আগে বিগত সরকারের সময় নিয়োগ পেয়ে সারদা পুলিশ একাডেমিতে ৪০তম ব্যাচের প্রশিক্ষণরত ৮০৪ জন এসআইর মধ্যে কয়েক দফায় ‘বিশৃঙ্খলার অভিযোগ’ এনে ৩১৩ জনকে অব্যাহতি দেয়া হয়।

এছাড়া গত ১৯ নভেম্বর একাডেমিতে ৪০তম বিসিএস পুলিশ ব্যাচের এএসপি ক্যাডেট ও ৪০তম এসআই ক্যাডেটদের সমাপনী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ দ্বিতীয়বারের মতো স্থগিত করা হয়।

বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সারদা পুলিশ একাডেমিতে এক বছরের মৌলিক প্রশিক্ষণ নিতে হয়। সেই প্রশিক্ষণ শেষ হয় সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে।

৪০তম বিসিএসের পুলিশ ক্যাডারে ছাত্রলীগ নেতাদের নিয়োগ পাওয়ার খবর নিয়ে ১৯ অক্টোবর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। এরপর কুচকাওয়াজের একদিন আগে প্রথম দফায় সেটি স্থগিত ঘোষণা করা হয়েছিল।

Link copied!