ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৪, ১২:৩১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরা এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিজের অভিজ্ঞতা বর্ণনা দিয়ে আহত সাইফুর রহমান বলেন, ‘শ্রীমঙ্গল ঘুরতে গেছিলাম। সেখান থেকে ফেরার পথে মাঝপথে বাসের গতি হঠাৎ কমে যায়। এ সময় ঘুম থেকে উঠে দেখি, বাসটি খালে পড়ে আছে। পরে জানালা ভেঙে বের হই।’

প্রত্যক্ষদর্শী কাজী মিজানুর রহমান বলেন, ‘সিলেট থেকে ছেড়ে আসা শ্যামলী বাস ও লোকাল দিগন্ত বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শ্যামলী বাসটি খালে পড়ে ৩০ জন আহত হন।’

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে খাঁটিখাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সারুয়ার হোসেন বলেন, ‘আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

Link copied!