ছবি: সংগৃহীত
ফরিদপুরের বাখুন্ডায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের জোবায়দা-করিম জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি বাস বাখুন্ডা জোবায়দা-করিম জুটমিলের পাশে খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ছয়জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী বলে জানিয়েছেন ওসি।
স্থানীয়রা জানায়, টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।
ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে সড়কের পাশের খাদে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন তারা।
তিনি বলেন, দুর্ঘটনাকবলিত বাসে ৪০ জনের মতো যাত্রী ছিলো। এতে প্রায় সবাই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।