ফেব্রুয়ারি ৫, ২০২৪, ০৪:০৬ এএম
মিয়ানমারের রাখাইনে বিদ্রোহী আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষে লড়াইয়ে কোণঠাসা হয়ে তুমব্রু সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য। চলমান যুদ্ধে সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে তারা বাংলাদেশে এসেছেন বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই মধ্যে তাঁদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বিজিবি সদস্যরা।
সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে বিজিবির জনসংযোগ দপ্তর।
বিজিবি থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত বিজিপির ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান।
এদিকে গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসা ২ বিজিপি সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে উখিয়ার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রবিবার দুপুরের পর থেকে সীমান্তে গোলাগুলি বন্ধ থাকলেও দিবাগত মধ্যরাত থেকে ফের গোলাগুলির শব্দ শোনা যায়। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন তিন বাংলাদেশি, আতঙ্কে বাড়িঘর ছেড়েছেন অনেকে।
এর আগের রাতে মর্টার শেল পড়ে এক বাংলাদেশির ঘরে আগুন ধরে যায়। বন্ধ করা হয়েছে সেসব এলাকার ৭টি শিক্ষাপ্রতিষ্ঠান।