ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৩:৩৪ পিএম
টাঙ্গাইলের মধুপুরে স্থগিত হওয়া লালন স্মরণোৎসবের নতুন তারিখ ঘোষণা করেছে আয়োজক কমিটি। অনুষ্ঠানটি ২৩ ফেব্রুয়ারি মধুপুর অডিটরিয়ামে রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জুবায়ের হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
ফকির লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে মধুপুর লালন সংঘের আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানটি মূলত মধুপুর বাসস্ট্যান্ডে হওয়ার কথা ছিল। কিন্তু হেফাজতে ইসলাম এবং কওমি ওলামা পরিষদের নেতারা অনুষ্ঠানের বিরুদ্ধে অবস্থান নেন, দাবি করেন এটি ইসলামের সাথে সাংঘর্ষিক। এক পর্যায়ে আয়োজক কমিটি অনুষ্ঠানটি স্থগিত করে।
এরপর, ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হেফাজতে ইসলাম, কওমি ওলামা পরিষদ এবং লালন সংঘের প্রতিনিধিদের সঙ্গে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, মেজর শোয়েব, মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, লালন সংঘের উপদেষ্টা এস এম শহীদ, সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র সাহা, অনুষ্ঠান উদ্যাপন কমিটির আহ্বায়ক সবুজ মিয়া, মধুপুরের হেফাজতে ইসলামের নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে একটি সমঝোতায় পৌঁছানো হয় এবং ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠানটির নতুন তারিখ নির্ধারণ করা হয়।
বৈঠকে হেফাজতে ইসলাম প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা অনুষ্ঠান আয়োজনে কোনও বাধা সৃষ্টি করবে না। এছাড়া, মধুপুর লালন সংঘ থেকেও বিতর্কিত বক্তব্য, তথ্য এবং সঙ্গীত উপস্থাপন না করার বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।