আগস্ট ১৯, ২০২৪, ১২:৩৯ পিএম
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় রেডিও ক্যাপিটালে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। সেখানকার টেবিল, কম্পিউটার, এয়ারকন্ডিশন (এসি) সবকিছুতেই ভাঙচুর চালানো হয়েছে।
সোমবার (১৯ আগস্ট) দুপুর সোয়া দুইটার দিকে এই হামলার ঘটনা ঘটেছে।
এ ছাড়া বাইরে থাকা ২০-২৫টি গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। ভেঙে ফেলা হয় ভবনের কাঁচের দেয়াল ও দরজা। এমতাবস্থায় গোটা ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স প্রাঙ্গণে ছড়িয়ে পড়েছে আতঙ্ক।
জানা গেছে, দুপুরে হঠাৎ করেই হকিস্টিকসহ লাঠিসোটা হাতে মিছিল সহকারে বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সামনে এসে উপস্থিত হয় শতাধিক লোক।
এ সময় স্লোগান দিতে দিতেই জোরপূর্বক প্রধান ফটক খুলে ভেতরে ঢুকে যায় দুর্বৃত্তরা। একপর্যায়ে তারা ভাঙচুর শুরু করে। বিশেষ করে রেডিও ক্যাপিটালে ভেতরে ঢুকে টেবিল, কম্পিউটার, এয়ারকন্ডিশনসহ (এসি) কোনওকিছুই বাদ রাখেনি তারা।
রেডিও ক্যাপিটালের ভেতরে ভাঙচুরের পর বাইরে এসে ২০-২৫টি গাড়িতেও ব্যাপক ভাঙচুর করা হয়। দুর্বৃত্তদের অফিস ও অফিসের বাইরে থাকা গাড়ি ভাঙচুরের ঘটনায় কারও হতাহতের খবর না এলেও পুরো মিডিয়া প্রাঙ্গণেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে।