বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইএলওর গভর্নিং বডির সদস্য নির্বাচিত

জাতীয় ডেস্ক

জুন ৮, ২০২৪, ০৬:১৭ এএম

বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইএলওর গভর্নিং বডির সদস্য নির্বাচিত

ছবি: সংগৃহীত

২০২৪-২৭ মেয়াদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৭ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় ১১২তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংস্থাটির গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সংস্থাটির সদস্য নির্বাচিত হয়েছে মোট চারটি দেশ। এর আগে ১৯৯৬-৯৯ ও ২০০৮-১১ মেয়াদে আইএলওর গভর্নিং বডির সদস্য হিসেবে নির্বাচিত হয় বাংলাদেশ।

এই সদস্যপদ লাভের মধ্য দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার নীতিনির্ধারণ ও পরিচালনায় কার্যকর অবদান রাখা এবং সংস্থাটির ত্রিপক্ষীয় অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদারের সুযোগ পাবে।

Link copied!