জনসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এই উড়ালসড়কে যাত্রীবাহী বাস যাওয়া-আসা করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। কিন্তু এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রতিষ্ঠানটি।
রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
এখনই এক্সপ্রেসওয়েতে বাস চলাচল শুরু হচ্ছে না জানিয়ে তিনি বলেন, এক্সপ্রেসওয়েতে বাস কোনদিক থেকে উঠবে, কোনদিক থেকে নামবে তা পর্যবেক্ষণ করা প্রয়োজন। এজন্য কিছুটা সময় লাগবে।
এক্সপ্রেসওয়েতে ওঠা-নামার বিষয়টি পর্যবেক্ষণ করার পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং সেতু সচিবের সাথে আলোচনা করে বাস চালানোর তারিখ নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
প্রাথমিকভাবে এক্সপ্রেসওয়েতে ৭৯টির মতো বাস চলাচল করবে বলেও সিদ্ধান্ত জানিয়েছিল বিআরটিসি।