কুমিল্লা ও ফেনী সীমান্তে ৫২ জনকে পুশইন করল বিএসএফ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২২, ২০২৫, ০১:০৭ পিএম

কুমিল্লা ও ফেনী সীমান্তে ৫২ জনকে পুশইন করল বিএসএফ

ছবি: সংগৃহীত

কুমিল্লা ও ফেনী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ৫২ জনকে বাংলাদেশে পুশইন করেছে।

বুধবার মধ্য রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত তাদের পুশইন করা হয়। তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৫ জন নারী ও ১৮ জন শিশু।

বৃহস্পতিবার, ২২ মে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিজিবির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির টহলদল ৫২ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, বিএসএফ তাদেরকে বাংলাদেশে পুশইন করেছে। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার কাজ চলছে। তবে আটক হওয়ারা বাংলাদেশি। তারা বিজিবি’র হেফাজতে রয়েছেন এবং যাচাই-বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

Link copied!