আগস্ট ২৬, ২০২৩, ০৬:৫৩ পিএম
আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করার জন্য দেশের শীর্ষ চারটি রাজনৈতিক দল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে হিরো আলম এ তথ্য জানান।
ওই ভিডিও পোস্টে হিরো আলম বলেন, “আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসছি। আপনাদের জন্য একটি সুখবর আছে সেটা হলো আমি যেকোনো একটা দলে যোগদান করছি। আমি চার দল থেকে প্রস্তাব পেয়েছি। দলগুলো হলো- বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এই দলগুলোর মধ্যে থেকে যেকোনো একটি দল থেকে আমি জাতীয় সংসদ নির্বাচনে আসছি।”
দলীয় প্রার্থী হতে চাওয়ার বিষয়ে তিনি বলেন, “স্বতন্ত্র থেকে ভোটে দাঁড়ায় বলে প্রতিবার আমাকে হয়রানি করে। প্রতিবার কোর্টে গিয়ে প্রার্থীতা ফিরে পাওয়া লাগে। এইসব ঝামেলা যাতে না হয় সেই জন্যেই দলের হয়ে ভোট করবো।”
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ হিরো আলম এর আগে কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন না বলে জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হন। সর্বশেষ ঢাকা-১৭ আসনে উপনির্বাচনেও তিনি অংশগ্রহণ করেন।ভোটের দিন একটি কেন্দ্রের সামনে মারধরের শিকার হয়েছিলেন হিরো আলম।ওই ঘটনার পরই হিরো আলম বলেছিলেন-তিনি আর নির্বাচনে অংশ নেবেন না। তবে, কয়েকদিন না যেতেই নিজের সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন হিরো আলম। বৃহস্পতিবার সোস্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দিলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে একটি রাজনৈতিক দলের প্রার্থী হয়ে তিনি নির্বাচন করবেন।