রাজধানীর শিশু হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ভূমিকা রেখেছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর পৌনে দুইটার দিকে আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরপর দুপুর দুইটা ২৮ মিনিটে তা নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে আনার খবর জানিয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার বলেন, ‘শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে দুপুর দুইটা ২৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও বলেন, ‘আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির তথ্য এখনও জানা সম্ভব হয়নি।’