সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৩:৩২ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) মিডিয়া সেলের সহসম্পাদক শ্যামলী সুলতানা জেদনী তাদের বাগদান সম্পন্ন করেছেন।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অ্যাকাউন্ট থেকে হান্নান মাসউদ ও জেদনী বাগদানের খবরটি জানিয়েছেন। তারা জানিয়েছে, গত বৃহস্পতিবার তাদের বাগদান সম্পন্ন হয়েছে।
আংটি বদলের ছবি পোস্ট করে হান্নান ও জেদনী লিখেছেন, “আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় (সূরা আন-নাবা, আয়াত ৮)। আলহামদুলিল্লাহ।”
বাগদানটি রাজধানীর কামরাঙ্গীরচরে স্বল্প পরিসরে, পারিবারিকভাবে সম্পন্ন হয়।
উল্লেখ্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী জেদনী। অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন হান্নান মাসউদ, যিনি এ বছরের ফেব্রুয়ারি মাসে এনসিপিতে যোগদান করেন।