আবারও ঢাকা-৭ আসনের জনতার মুখোমুখি হয়েছেন সোলায়মান সেলিম। সিটি করপোরেশন, তিতাস গ্যাস, ওয়াসা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন একজন করে কর্মকর্তাদের নিয়ে সরাসরি প্রশ্নোত্তর পর্বে মুখোমুখি হয়েছেন এই এমপি।
সোমবার (১০ জুন) রাজধানীর লালবাগ এলাকার বালুরঘাট খেলার মাঠে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে সাধারণ মানুষের চাওয়া-পাওয়া সমস্যার সমাধানসহ নানা বিষয়ে সরাসরি প্রশ্ন উত্থাপন করেন। তাদের সব প্রশ্নের জবাব দেন এমপি। এ সময় স্থানীয়রা তাদের বিভিন্ন সমস্যা উপস্থাপন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারাও তার জবাব দেন।
সরকারের উন্নয়ন, জনগণের প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে ‘জনতার মুখোমুখি, ঢাকা-৭ আসনের জনগণের সব প্রশ্নের উত্তর ও সমস্যা-সম্ভাবনার কথা শোনার উদ্যোগ নিয়েছেন তিনি।
এই আয়োজন পুরো এলাকায় সাড়া ফেলেছে ইতিবাচকভাবে। অনেকে বলছেন, স্থানীয় সাংসদ সোলায়মান সেলিম উন্নয়ন করেছেন বলেই জনগণের মুখোমুখি হয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা জনগণকে বলছেন। জনগণ তাদের দাবি, তাদের মনের ভিতর থাকা প্রশ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা- কোনো ধরনের বাধা ছাড়াই স্থানীয় এমপির কাছ থেকে শুনতে ও জানতে পারছেন।
এ সময় উন্মুক্তভাবে জনগণের যেকোনো প্রশ্নের জবাব এমপি নিজেই দিয়েছেন। প্রতিটি মানুষ পেয়েছে নিজ ইচ্ছেমতো প্রশ্ন করার সুযোগ।
রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সোলায়মান সেলিমের কাছে তাদের এলাকার সড়ক, সেতু, স্বাস্থ্য সেবা, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের কথা তুলে ধরেন।
স্থানীয়রা বলেন, “এমপির সঙ্গে কথা বলতে লাগেনি কোন অ্যাপয়েন্টমেন্ট, লাগেনি কোন তদবির। মঞ্চে এমপি বসে আছেন মাইক্রোফোন হাতে, জনসাধারণের মাঝে থাকা মাইক্রোফোন থেকে একে একে জনগণ প্রশ্ন করছেন তাদের এমপিকে। আর এমপি সেসব প্রশ্নের জবাব দিচ্ছেন। এটি সত্যিই ভালো লাগার।”
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জনগণের সমস্যা, বিদ্যুৎ, পানি, রাস্তা, টয়লেট, অজুখানা নির্মান সহ প্রয়োজনীয় উন্নয়ন প্রকল্পের বিষয়ে নোট করে নিচ্ছেন৷ দিয়েছেন দ্রুততম সময়ে বাস্তবায়নের আশ্বাস, প্রশাসনিক জটিলতার কারনে আটকে থাকা উন্নয়ন প্রকল্পের বিষয়ে দিয়েছেন সমাধান। দিয়েছেন ন্যায়বিচারের বিষয়ে সমাধান। দিয়েছেন আর্থিক সহযোগিতা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাউন্সিলরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।