বন্যায় প্রাণহানি বেড়ে ২৩, পানিবন্দি ১২ লাখ পরিবার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৪, ০৯:৪৬ এএম

বন্যায় প্রাণহানি বেড়ে ২৩, পানিবন্দি ১২ লাখ পরিবার

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশে চলমান বন্যায় ১১ জেলায় মৃতের সংখ্যা বেড়ে ২৩ জনে উন্নীত হয়েছে। পানিবন্দি রয়েছে ১২ লাখ পরিবার। এ ছাড়া ৫৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: বন্যার কবলে কুমিল্লা, প্রাণ হারালেন ৪ জন

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সবশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, বন্যাকবলিত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজারের ৭৪ উপজেলার ৫৫০ ইউনিয়ন ও পৌরসভায় এখনও পানিবন্দি ১২ লাখ ৩৮ হাজার ৪৮টি পরিবার। পাশাপাশি আকস্মিক এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৭ লাখ ১ হাজার ২০৪ জন।

এর আগে গতকাল রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান বলেছিলেন, “সার্বিকভাবে ১১ জেলায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। নতুন করে কোনও এলাকা প্লাবিত হচ্ছে না ও হওয়ার আশঙ্কা নেই।” উল্লেখ্য, এদিন মৃত্যুর এই সংখ্যা ছিল ২০ আর ক্ষতিগ্রস্তের সংখ্যা ছিল ৫২ লাখ।

Link copied!