ডিসেম্বর ১২, ২০২৪, ০১:০৯ পিএম
গুম ও খুনের দায় স্বীকার করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। এ সময় তিনি বলেন, ‘নিশ্চয়তা দিচ্ছি, ভবিষ্যতে আর গুম ও খুনে জড়াবে না র্যাব।’
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এ কে এম শহিদুর রহমান। এ সময় তিনি র্যাবের হাতে গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের কাছে দুঃখপ্রকাশও করেন।
ডিজি জানান, এরপরও যদি কোনো সদস্য এসব ফৌজদারি অপরাধে জড়িত হয় তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বলেন, গুম ও খুনের ঘটনাগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারেই র্যাবের দায়মুক্তি সম্ভব।
শহিদুর রহমান বলেন, ‘র্যাবের কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ৪ হাজারের বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে। ৫ আগস্টের পর গত ৪ মাসে ১৬ র্যাব সদস্যকে আটক করা হয়েছে।’
আয়নাঘর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘র্যাবের আয়না ঘর ছিল এবং আছে। গুম কমিশন তদন্ত করছে। তারা বলেছেন, যেভাবে সেগুলো ছিল, ঠিক সেভাবে রেখে দেওয়ার জন্য।’
বিএনপির র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির সুপারিশের বিষয়ে বাহিনীটির নতুন মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, ‘সরকার এ বিষয়ে যে সিদ্ধান্ত নেবে, তা মেনে নেব।’