আইনী প্রক্রিয়া মেনেই ফেরত পাঠানো হবে অবৈধ ভারতীয়দের: স্বরাষ্ট্র উপদেষ্টা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৭, ২০২৫, ০৪:৪৬ পিএম

আইনী প্রক্রিয়া মেনেই ফেরত পাঠানো হবে অবৈধ ভারতীয়দের: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভারত থেকে পুশইনের মাধ্যমে বাংলাদেশে আসা ব্যক্তিদের মধ্যে যদি কেউ প্রকৃত বাংলাদেশি হন, তাহলে তাদের পুশব্যাকের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তবে যদি ভারতীয় নাগরিক বা রোহিঙ্গা কেউ থেকে থাকেন, তাদের আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার (১৭ মে) সুন্দরবনের বয়েসিং খালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন ভাসমান বিওপি উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ভারতে যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করে, তাহলে তাকে ফিরিয়ে দিতে হবে কূটনৈতিক নিয়ম মেনেই। ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে এ নিয়ে আলোচনা হয়েছে, পাশাপাশি তাদেরকে চিঠিও দেওয়া হয়েছেযাতে পুশইন না করে প্রপার চ্যানেলে প্রেরণ করা হয়।

তিনি আরও বলেন, “আমরা ভারতের পুশইনকে উসকানি হিসেবে দেখছি না। বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের পুশব্যাকের চিন্তা আমাদের নেই। তাদেরও সঠিক প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে।

এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, “যেখানে পুশইনের চেষ্টা হচ্ছে, সেখানে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হচ্ছে।

তিনি আরও জানান, পুশইনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং এর মাধ্যমে জঙ্গি বা সন্ত্রাসীরা যাতে দেশে প্রবেশ করতে না পারে, তা নিশ্চিত করারও আশ্বাস দেন।

Link copied!