সেপ্টেম্বর ১, ২০২৩, ০৩:৩৮ পিএম
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ওয়াজের ভিডিও ফেসবুকে শেয়ার করায় যুবলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সিঙ্গাইরে। গত ২৮ আগস্ট মো. জাকির হোসেন নামে ওই যুবলীগ নেতার নামে সিঙ্গাইর থানায় অভিযোগ করা হয়।
থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ আগস্ট উপজেলার জয়মণ্ডপ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন তাঁর ফেসবুক আইডিতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর একটি ওয়াজের ভিডিও শেয়ার করেন। সেখানে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল করিমসহ একাধিক নেতা-কর্মী প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেন। দলের নেতা-কর্মীদের প্রতিবাদের মুখে তিনি পরে পোস্টটি ডিলিট করে দেন। এ বিষয়ে গত ২৮ আগস্ট যুবলীগ নেতা জাকির হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন সাবেক যুবলীগ নেতা মঞ্জুরুল করিম।
অভিযুক্ত জাকির হোসেন এ বিষয়ে জানান, তিনি জন্মগতভাবে আওয়ামী লীগ করেন। তাকে ফাঁসানোর জন্য সাবেক যুবলীগ নেতা মঞ্জুরুল করিম তার মোবাইল ফোন নিয়ে সাঈদীর ওয়াজের ভিডিওটি ফেসবুকে শেয়ার করেন। পরে বিষয়টি টের পেয়ে ডিলিট করে তুলেছেন।
সাবেক যুবলীগ নেতা মঞ্জুরুল করিম বলেন, জাকির হোসেনের শেয়ার করা ভিডিওটির মন্তব্যে আমিসহ একাধিক নেতা-কর্মী তীব্র প্রতিবাদ জানালে তিনি পোস্টটি ডিলিট করে দেন।
সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।