সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের নামোল্লেখ করে মোহাম্মদপুর সরকারি মডেল কলেজের শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকতকে (১৯) হত্যার অভিযোগে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল রোববার রাতে নিহতের বাবা মো. মাহবুবুর রহমান বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই মামলা দায়ের করেন।
আরও পড়ুন: জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে মঙ্গলবার
মামলার অন্যান্য আসামিরা হলেন- আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ এ আরাফাত, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপ্লব কুমার সরকার, এইচ এম আজিমুল হক, রওশানুল হক সৈকতসহ আরও অনেকে।
এ ছাড়া মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) শহিদুল হক, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমানের নামও মামলায় উল্লেখ করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৩০-৪০ জন পুলিশ সদস্যকেও আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই বিকেল তিনটা ৩৭ মিনিটে নূরজাহান রোডের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলি করে হত্যা করা হয় সৈকতকে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে তার বিরুদ্ধে এখনও পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় অর্ধশতাধিক মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলার সংখ্যাই বেশি।