জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৬, ২০২৪, ১২:৪৬ পিএম

জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে মঙ্গলবার

সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মো. মনির। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী নিষিদ্ধের আদেশ আগামীকাল মঙ্গলবার প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মো. মনির।

সোমবার (২৬ আগস্ট) সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন তিনি।

সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলেন, “৫ আগস্ট সরকার পতনের পর সেনা দপ্তর ও রাষ্ট্রপতির ভবনে (বঙ্গভবন) আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পরবর্তীতে উপদেষ্টা পরিষদ গঠনের সময় জামায়াতে ইসলামী তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ বর্তমান সরকার ও আন্তর্জাতিক কমিউনিটির সঙ্গে জামায়াত অন্যান্য স্বাভাবিক দলের মতো কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, “জামায়াত নিষিদ্ধের বিষয়ে যেহেতু কিছু আইনি বিষয় আছে। সেজন্য সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে জামায়াতের নিযুক্ত ৪ আইনজীবী দফায় দফায় বৈঠক করেছেন। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী দ্রুত এমনকি আগামীকাল মঙ্গলবারের মধ্যেই নিষিদ্ধের এই আদেশ প্রত্যাহার হতে পারে।”

আওয়ামী লীগ সরকার অসদুদ্দেশ্যে জামায়াত নিষিদ্ধ করেছিল বলে মন্তব্য করে এই আইনজীবী বলেন, “সন্ত্রাস বিরোধী আইনের ১৯ নং ধারা অনুযায়ী সরকার আদেশ প্রত্যাহার করতে পারে।”

এদিকে জামায়াত নিবন্ধন নিষিদ্ধের বিরুদ্ধে আপিল বিভাগে পুনর্বিবেচনা চেয়ে শীঘ্রই আবেদন করা হবে বলেও জানান শিশির মনির।

গত ১ আগস্ট জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রজ্ঞাপন জারি করে। এরপর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Link copied!