ছবি: সংগৃহীত
জুলাই অভ্যুত্থানের অন্যতম মুখ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক এবং আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি আর নেই। বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার রাতেই ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ঘোষণার মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। সেখানে বলা হয়,
“ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।”
গত ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগরের ওয়াটার ট্যাংক এলাকায় রিকশায় করে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি তার রিকশার কাছে এসে খুব কাছ থেকে গুলি চালিয়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ হওয়ার পর তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হয়।