কুলাউড়ায় ডুবেছে রেললাইন, বন্ধ হতে পারে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২১, ২০২৪, ০৪:১২ এএম

কুলাউড়ায় ডুবেছে রেললাইন, বন্ধ হতে পারে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ

ছবি: সংগৃহীত

টানা ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে সিলেট-কুলাউড়া রেলপথের বেশ কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। ট্রেন চলছে ধীরগতিতে। যে কোনও মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ।

আরও পড়ুন: কুড়িগ্রামে ডুবেছে সড়ক, গাইবান্ধায় বন্যার আশঙ্কা

বন্যা পরিস্থিতিতে মৌলভীবাজারের কুলাউড়ায় ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এই অবস্থায় সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন হাকালুকি হাওরের তীরবর্তী বিভিন্ন এলাকার বাসিন্দারা।

অন্যবারের মতো এবারও বর্ষার শুরুতে মৌলভীবাজারের হাকালুকি হাওরে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে কুলাউড়া-বরমচাল রেলওয়ে সেকশনে রেললাইন অনেকাংশেই ডুবে গেছে।

আরও পড়ুন: সিলেটে বন্যায় শিশুসহ প্রাণ হারালেন সাতজন

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার বলেন, “হাকালুকি হাওরের কাদিপুর ইউনিয়ন এলাকায় কুলাউড়া-বরমচাল রেলওয়ে সেকশনের ৩৩৩ থেকে ৩ নম্বর পিলার পর্যন্ত রেললাইন পানিতে ডুবে রয়েছে। এই অবস্থায় সেখানে লোক মোতায়েন করা হয়েছে। সেখানে ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলার নির্দেশনা দেওয়া হয়েছে। ধীরে হলেও ট্রেন চলছে। অবস্থার অবনতি ঘটলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

ভুকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, “কুশিয়ারা নদীর পানি বাড়ায় হাকালুকি হাওরের পানি ভাটির দিকে প্রবাহ অনেকটা কমে গেছে। এখন প্রতিদিন হাকালুকি হাওর ফুলেফেঁপে উঠছে। হাওরের পানিতে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে।”

Link copied!