সংসদে সমাজকল্যাণমন্ত্রী

‘প্রকৃত ভিক্ষুকদের প্রশিক্ষণ দেওয়া হবে’

জাতীয় ডেস্ক

জুন ৯, ২০২৪, ১০:১১ এএম

‘প্রকৃত ভিক্ষুকদের প্রশিক্ষণ দেওয়া হবে’

প্রকৃত ভিক্ষুকদের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (৯ জুন) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র এমপি তাহমিনা বেগমের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, “সারা দেশের ভিক্ষুকদের ডাটাবেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সঠিক পরিসংখ্যানের মাধ্যমে প্রকৃত ভিক্ষুকদের বিভিন্ন প্রশিক্ষণ ও কাউন্সেলিংয়ের মাধ্যমে ভিক্ষাবৃত্তি নিরসন করা হবে।”

তিনি আরও বলেন, “ঢাকা শহরে জীবন-জীবিকার জন্য অন্যের ওপর নির্ভরশীল, এরূপ ঠিকানাবিহীন কত লোক বসবাস করে তার সঠিক পরিসংখ্যান নেই।”

দীপু মণি বলেন, “কিছু কিছু কর্মবিমুখ লোক সহজ আয়ের পথ হিসেবে ভিক্ষাবৃত্তিকে বেছে নিয়েছেন। এর পাশাপাশি কিছু দুষ্টচক্র নিজ স্বার্থ চরিতার্থে অসহায়দের দিয়ে ভিক্ষা করাচ্ছেন।”

Link copied!