মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন ও আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সমাবেশ স্থলের প্রবেশদ্বার থেকে শুরু করে মতিঝিল, ফকিরাপুলসহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সরেজমিনে প্রত্যক্ষ করে দেখা যায়, ফকিরাপুল মোড় এলাকায় (কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা তল্লাশি করেছে।
এই অংশে সড়কের এক পাশ দিয়ে কার্ডধারী নিমন্ত্রিত অতিথিরা সমাবেশমঞ্চের দিকে প্রবেশ করছেন এবং অন্য পাশ দিয়ে ঢাকা ও বিভাগের আশপাশের জেলা থেকে আসা কর্মী-সমর্থকেরা সমাবেশে প্রবেশ করছেন।
শাপলা চত্বরের পাশেই সমাবেশ স্থলের সামনে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। সমাবেশে প্রবেশদ্বারেই তল্লাশি করে ঢোকানো হচ্ছে জনসাধারণকে।
ব্যক্তিগত যানবাহন কিংবা মোটরসাইকেল ঢুকতে দেয়া হচ্ছেনা সমাবেশ স্থলে।
মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন ঘিরে সমাবেশের জন্য আরামবাগে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ইতিমধ্যেই যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সমাবেশ সফল করতে ঢাকা মহানগরসহ আশেপাশের এলাকা থেকেও দলে দলে এসেছেন বিপুল সংখ্যক নেতাকর্মী। শত শত বাস ও অন্যান্য যানবাহন নিয়ে আসা ঢাকার বাইরের নেতাকর্মীরা জড়ো হোন আরামবাগে।